You are currently viewing 7 Things I Learnt In 7 Years As a Game Designer

7 Things I Learnt In 7 Years As a Game Designer

Loading

by Max Vergil

  1. Play Everyday, Play a lot

Play games everyday. Preferably as long as you can, but even on your busy days, take at least 5 minutes to play. This will help you stay grounded and connected, as well as rejuvenate your brain. Once we professionally start making games, many of us grow distant from gaming due to time limitations and workloads, and this can severely dull your blade in the long run. As a game designer, the best food for your brain is games, exploring them, enjoying them, analyzing them, finding out new mechanics, themes, etc. Just like a good writer must read tons of books, a good director must watch tons of movies, similarly a game designer must play a lot of games, regularly.

  1. Play outside your genre

Don’t play games only from the genre/platform you are working on or what you like. Explore new, unfamiliar genres. You never know what you will find in games outside your bubbles. You could get a brand new idea from a side quest, or from a new mechanics, or even a character.

  1. Be proficient in science

Science and game design go hand in hand. How the characters or items interact with the world, what feels intuitive, how different mechanics work together – all these are based on science, mainly physics and math. Having at least a rudimentary understanding of most schools of science will help immensely when you are working on complex game designs, or innovative ideas.

  1. Learn to go crazy

When brainstorming, learn to let go and unleash yourself completely. Don’t hold yourself back by feasibility, what other people will think, social norms, anything. Go full on crazy, tap into the deepest, darkest corners of your psyche. Creativity can’t flourish if it’s contained by rules and norms. Don’t stop at thinking out of the box – think like the box, think like the box maker and the box breaker. Don’t worry, you will always have time later on to ground your crazy ideas.

  1. Consume Media

As a game designer, your ideas are likely to come from the most unlikely place. The more you think and stimulate your brain, the more often you will come up with ideas. The easiest way to do that is to consume media. Read, watch, listen to anything and everything you can get your hands on. Don’t worry about the genre, language, platform: just consume en masse. The more you consume, the more you will know, the more ideas you will have, the more references you will get.

  1. Know the strengths and weaknesses of your team

Always remember, game designing, no matter how integral, is only a part of the process of making a game. In the end, the final product will only be as good as the team making it. Knowing the skills, strengths and weaknesses of your team will greatly help you to manage expectations, set realistic goals and create a design that the team can execute efficiently. 

  1. Develop Communication skills

Any idea or game design, no matter how good it is in your head, does not matter until you can translate and communicate those ideas effectively to your team. Learn to write effectively and clearly, talk in different lingos/perspectives to different audiences, use images and references whenever possible, and above all, make sure you understand when someone else genuinely understands what you are trying to communicate and when they are just agreeing to get away from you!

গেম ডিজাইনের ৭ বছরের ৭টি শিক্ষা 

১. প্রতিদিন খেলুন, প্রচুর খেলুন

প্রতিদিন গেম খেলুন। যতক্ষণই সম্ভব, খেলুন – এমনকি ব্যাস্ততম দিনেও ৫ মিনিটের জন্য হলেও খেলুন। এই অভ্যাসটি আপনার মস্তিষ্ককে সতেজ ও গেমের জগতের সাথে সংযুক্ত থাকতে প্রচুর সাহায্য করবে। আমাদের মধ্যে অনেকেই যখন পেশা হিসাবে গেম বানানো শুরু করি তখন কাজের চাপে গেম খেলা বন্ধ করে ফেলি অথবা ভুলে যাই, যা পরবর্তীতে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে – আপনি ভুলে যেতে পারেন গেমাররা কি চায় গেম থেকে, কোন গেমের কোন অংশটি মজার, এবং নতুন আইডিয়া চিন্তা করা কষ্টসাধ্য হয়ে পরে। গেম হল একজন গেম ডিজাইনারের মস্তিষ্কর খোরাক। ঠিক যেমন একজন ভালো লেখক হতে হলে প্রচুর বই পরতে হয়, একজন ভালো পরিচালকের প্রচুর চলচিত্র দেখতে হয়, ঠিক তেমনি একজন ভালো গেম ডিজাইনারকে প্রচুর গেম খেলতে হয়।

২. আপনার পছন্দের বাইরে গেম খেলুন

শুধু আপনার যেরকম গেম পছন্দ বা যেরকম গেম বানান, সেগুলি খেললেই হবে না। আপনার পছন্দের পরিচিত গণ্ডির বাইরের গেম খেলুন। এখান থেকেই আপনি সম্পূর্ণ নতুন একটি আইডিয়া, গল্প বা চরিত্র পেয়ে যেতে পারেন।

৩. বিজ্ঞান আপনার পরম বন্ধু 

বিজ্ঞান এবং গেম ডিজাইন একি সুত্রে গাথা। কিভাবে আপনার গেমের একটি ক্যারেক্টার কোন আইটেম বা অন্যদের সাথে কাজ করবে, কোন জিনিসটি সহজবোধ্য এবং সহজাত প্রবৃত্তির সাথে খাপ খাবে, গেমের বিভিন্ন মেকানিক একে অপরের সাথে কাজ করবে – এগুলি জানার এবং বোঝার জন্য বিজ্ঞান অপরিহার্য। বিজ্ঞানের সব শাখার অন্তত্ত প্রাথমিক ধারনা থাকলেও এসব আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।

৪. লাগামহীন চিন্তা করতে শিখুন

যখনি নতুন কোন আইডিয়া নিয়ে চিন্তা করবেন, আপনার চিন্তাধারাকে করুন লাগামহীন, ছন্নছাড়া। কি করা সম্ভব, অন্যরা এই চিন্তা শুনলে কি ভাববে, এসব মাথায় আনা যাবে না। নিজের অন্তরের অন্তঃস্থলের সকল পাগলামি কে প্রস্রয় দিন। সৃজনশীলতা কখনও গৎবাঁধা চিন্তাধারার মধ্যে বিকশিত হতে পারে না – কোন বাধাই গ্রাহ্য করা যাবে না এই সময়।

৫. বই পড়ুন, গান শুনুন, মুভি/সিরিজ দেখুন

একজন গেম ডিজাইনারের নতুন আইডিয়া যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আসতে পারে। আপনি যতো চিন্তা করবেন এবং আপনার মস্তিষ্ককে সচল রাখবেন, ততো বেশি আপনার আইডিয়া আসবে। এর সবচেয়ে সহজ উপায় হচ্ছে বই পরা, গান শোনা, মুভি/সিরিজ দেখা। সামনে যা পাবেন, তাই আহরন করবেন। এটা কোন ভাষার, কোন টাইপের, আপনার রুচির সাথে মিলে কিনা – এসব চিন্তা করবেন না। আপনার যতো বেশি মিডিয়া এর সাথে সংস্পর্শে থাকবেন, ততো বেশি আইডিয়া পাবেন আপনার কাজের জন্য। 

৬. আপনার টিমের গুণ এবং দুর্বলতা জানুন

সবসময় মনে রাখবেন, গেম ডিজাইন যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, এটি গেম বানানোর একটি অংশ মাত্র। দিন শেষে আপনার দল যতো ভালো হবে, গেমও ততো ভালো হবে। আপনার দলের গুণ ও দুর্বলতা জানা এজন্য অপরিহার্য। আপনার দলের গুণ ও দুর্বলতা যদি আপনি জানেন, তাহলে আপনি ডিজাইন করার সময় আপনাদের সাধ্যর মধ্যে, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে পারবেন।

৭.  সামাজিক যোগাযোগ দক্ষতা বাড়ান

একটি আইডিয়া, যখন আপনার মাথায় থাকে, সেটা যতই ভালো হোক না কেন, বৃথায় নষ্ট হবে যদি শেই আইডিয়া আপনি আপনার দলের অন্যদের ঠিকমতো বুঝাতে না পারেন। এজন্য সহজবোধ্য এবং পরিষ্কার ভাষায় লেখা অভ্যাস করুন, বিভিন্ন ধরনের মানুষের সাথে ভিন্ন চয়নে কথা বলতে শিখুন, এবং যখনি সম্ভব, শব্দের বদলে ছবি ব্যাবহার করুন। তবে সবচেয়ে জরুরি হলো এটা বুঝতে শিখা যে কখন অন্যরা আপনার কথা আসলেই বুঝছে এবং কখন আপনার কাছ থেকে পালানোর জন্য সবকিছু বুঝার ভান করছে!